বলছি আমি দৃপ্তস্বরে সরাও তোমার পর্দাখানি
চাই যে শুধু তোমার সুধা, ধরব আমি তোমার পাণি
দোজাহানের বাদশা তুমি, তুমিই রাজা তুমিই রাণি
তুমিই মণি,তুমিই ধনি আমরা কেবল নিছক প্রাণী
চর্মচোখে ধর্ম খোঁজে ----- যাচ্ছি বনে মহাবোকা,
দুষ্টমতি শত্রুরা ভাই --দিচ্ছে আমায় নিতুই ধোঁকা।
সুরুজ যখনদেখছি নিতুই,লাগছে এটি অনেক বেশ,
ইহার ছায়ায় হস্ত রেখে পাচ্ছি খুঁজে তোমার রেশ।
প্রাণপাখি এক মহাপাখি যায়না ধরা যায়না ছোঁয়া
চিরঞ্জীব এই বিহগী চায় যে সদা তোমার ছোঁয়া।
মত্ত আমি চিত্ত ঐ --তোমার প্রেমে পাগলপারা,
ধন্য হবে আমার পরাণ --ধুয়ে যাক ঐ ফল্গুধারা।