রপসুধার ঐ একটি কণা ধার করে চাঁদ সুন্দরী
ঐ কপোলের তিলটি তোমার মাধুর্যে দেয় প্রাণভরি
ধন্য তুমি, মান্য সদা, তুমিই যে মোর হৃদরানি
রত্নগর্ভা,পুষ্পরেণু,  তুমিই যে মোর রাজরানি
বিজ্ঞ আর ঐ প্রাজ্ঞ বটে,চিকুর যাহার স্বর্ণকেশি
মহাকাশের মহাতারা, বাজায় আমি তাহার বাঁশি
বক্ষ আমার সিক্ত হবে, চাই শুধু ঐ তাহার আশিস
জীবনরবি ধন্য হবে,পাই যদি ঐ তাহার প্রীতিস
রোমাবলি  চমকে উঠে, তাহার ঐ অধরলাল
মায়ের সুধায় সিঞ্চিত যে, ধন্য হলো তাহার ভাল
ক্লিষ্টকালে খুজছি যবে মনমাতানো  দখিন হাওয়া
আধাঁর রাতে বাঁধার পথে পাচ্ছি খুঁজে তাহার ছোয়া