চাঁদনি রাতে ছাদনিতলায় হাঁটছি আমি পুলকপ্রাণ
ইন্দুকলা মধুর হাসে, ধন্য হলো আমার প্রাণ
দুষ্ট হৃদয় শিষ্ট হলো, গাইছি যে ভাই সুখের গান
থেমে থেমে জোনাক জ্বলে,কবে নাকি মোর প্রয়াণ
দেখছি আমি তাহার ভাতি,পর্ণ , তরু, বল্কলে হায়
মোর মানসলোকে ফানুস উড়ে তাহার ছোঁয়ায়
রোশনি তাহার পান্নাসম -- সবার সেরা চন্দ্রকর
রত্নরাজি মুখ লুকালো --হাসছে সদা মধুর কর।
যৌবনের এক হুরপুরি ভাই -হীয়াসম অংশুমালী।
এক নিশিতে দুই অমৃতে এক হবে আজ দুই সেহেলি