কালকে দেখি পুব গগনে হাসছে ঐ সন্ধ্যাতারা।
শুকতারা আজ মূক করিল,ধন্য হলো বসুন্ধরা।
উল্কাবৃষ্টি দেখছি তবে,পিশাচ শুধু মুখ লুকালো
চনমনে প্রাণ ধন্য হলো, দেখছি আমি তাহার আলো
বুরুজ পরে সুরুজ দেখি, আর দেখি ভাই লক্ষতারা
মৃগশিরা যায় ছুটে যায়, হাসছে দেখি ধ্রুবতারা।
যায় বয়ে যায়একসাথে ভাই গভীরঅতল দুই দরিয়া
চলছে ধারা আপনচালে,দেখছি আমি চোখ মেলিয়া
তাদের ছিল অনেক সুধা ;কিন্তু নিছক মিছরি ছুরি।
হায়রে বেকুব, নাদান, পাপী কোথায় গেল স্বপ্নপুরী
পাতাল তলের মাতাল আমি ;নিছক সাক্ষী গোপাল
শারাব রসে সিঞ্চিত যার ;তাহার এক মহাকপাল।
আরকিছুনা চাই শুধু আশিস তোমার দোহাই খোদা!
আধার রাতের আলো তুমি, তুমিই মোর সঙ্গী সদা