তোরা সব প্রদীপ তুলে ধর!
ঐ হৃদয়-দোলা সূর্য ওঠার পর!
ভীরু যত নরপিশাচের পরাজয়ের পর,
তোরা সব প্রদীপ তুলে ধর!
ওই মন রাঙানো সূর্য উঠার পর!
ঐ দেখ ওই পুব দিগন্তে হাসছে রবি
ক্লৈব্য -ক্লেশ ভুলিয়ে তবি
অরুণরাঙা আলোকরূপে
একাদশীর চন্দ্ররূপে --স্নিগ্ধ হেসে
জাতির পিতার হস্ত ধরে আসছে দিবাকর
ওরে ঐ হাসছে দিবাকর
তোরা সব প্রদীপ তুলে ধর!
ওই মন রাঙানো সূর্য উঠার পর!
দিগবালাদের দিগ্বিজয়ে বিজয়
দেখ আসছে হেসে
মুজিব সম্ভাষণে, আশীবিষ দাহিত করে
ইতিহাসের পাতা ঝরে
রক্তসাগর সৃষ্টি করে--নধর বেশে
সব ভীরুতা পুড়িয়ে দিয়ে,
আকাশ-বাতাস কাঁপিয়ে তোলে
আসছে ঐ সুন্দর,
ওরে ঐ হাসছে ঐ সুন্দর
তোরা সব প্রদীপ তুলে ধর!
ওই মন রাঙানো সূর্য উঠার পর!
কাণ্ডারী ঐ কিশতি ভাসায়
বঙ্গবন্ধু পাল তুলে দেয়
ছুটছে তরী ক্ষিপ্রবেগে
বজ্রকণ্ঠে, ঝড়-তুফানে --সবার সনে
প্রভাত বেলার কুহেলি কেটে হাসছে নীলাম্বর
ওরে ঐ হাসছে নীলাম্বর।
তোরা সব প্রদীপ তুলে ধর!
ওই মন রাঙানো সূর্য উঠার পর!
বিজয় এবার আসবে বলে,
মুজিব কেমন হাত উচিয়ে
বলছে তাহার শেষ ভাষণে
রেসকোর্সের ওই কাননে
দুঃখ,গ্লানি সাতকাহনে -দৃপ্ত কণ্ঠে
দিল কাঁপিয়ে আসছে ঐ অম্বর
ওরে ঐ হাসছে ওই অম্বর
তোরা সব প্রদীপ তুলে ধর!
ওই মন রাঙানো সূর্য উঠার পর