পৃথ্বীর পৃথ্বী আজ তবে ম্রিয়মান
জালিমের জুলুমের হবে কবে অবসান?
অনাচার, কদাচার আজ তবে তীব্র
দীপের ঐ দীপনে দিল হবে দীপ্র।
চারিদিকে মরা লাশ হাহাকার হাহাকার।
আফসোস, বুকে রোষ, চিৎকার চিৎকার।
আজ মোরা স্তব্ধ, হা-হুতাশ হা-হুতাশ
জালিমের উল্লাস, কিউটের সোল্লাস।
চারদিকে দাবদাহ ---খাঁ খাঁ রোদ্দুর
কবে হবে প্রতিকার, বল বল কদ্দূর।
গিদধরে তড়পায় কোথা গেল শের ভাই।
সবি গেলো রসাতলে --দূর! দূর! ছাই!