পুষ্প কোরক হাসছে দেখি নবরাগে ঘুমটা খুলি
নবপ্রভার নবশোভা দেখছি আমি জলকেলি
সাচ্চা দিলের বাচ্চা সে ভাই এক মহাসম্ভাবনা
প্রীতির ডোরে হাসছে সদা দিল দরদী দিলির জনা
ঐ দগ্ধ হৃদয় মুগ্ধ হলো হায়রে মধুর লাস্যময়ী
বৃন্ত পরে জীবন্ত হায়, হায়রে আমার কান্তময়ী
ধরা তবে ধন্য হলো, যেন স্বপনপারের অলকাপুরী
কুসুমবাগের পুষ্পকলি, দেখ চাহিয়ে রূপমাধুরী
ভোরের হাওয়ায় আসছে যখন  দখিন মলয়
ঐ জ্যোতি প্রভায় সিঞ্চিত হয় আমার আলয়
বুলবুল আর ঐ চুলবুল সে, দুলদুল ঐ তাহার চলা
নিশিরাতের আলো সে ভাই, মহা এক শশীকলা
আধো আধো বুলিতে ভাই পাচ্ছি যে মধুর ছোঁয়া
কলহাস্যের কলকলানিতে ধন্য হলো আমার দাওয়া
চমনবাগের পুষ্প সে ভাই, এক মহারক্তগোলাপ
ছন্ন হৃদয় ধন্য হবে, করবো আমি তাহার আলাপ
নিখিলধরা ধন্য হবে, আজকে তাহার অন্নপ্রাশন
কোরককাল কাটবে তবে, অঙ্গে তাহার পরবে বসন