আমলারা সব চাটুকার, এরা রাজাকার
যত চুরির ঐ রূপকার, নষ্টেরই অবতার
দালালের স্তবকার, জাতির ঐ অপকার
রাজকোষ লুটে খায়, এরা ঐ জানোয়ার
খুঁজে স্বার্থ এরা ধূর্ত, করে যত দুরাচার
যতসব কদাচার, সদা মত্ত ঐ পাপাচার
তারা সব গাঁজাখোর, আর ঐ মদখোর
এরা সব সুদখোর, তারা সব ঘুষখোর
এরা ধোঁকাবাজ, গাহে গান ঐ মান্ধাতার
এরা ফাঁকিবাজ, সব করে ঐ একাকার
সব রক্ত চুষে খায়,জনরোষ উঠে তাই
ঘুঘু যবে ফাঁদে পড়ে, সব ঐ লেজ গুটায়
এরা ছোটলোক, ঐ গুজবের সৃজকার
এরা কালকিউটে, তোরা সব জুতা মার