ঘৃণ্য এরা ছিন্ন তাদের কাণ্ডজ্ঞান
ঝুটমুট আর ধোঁকাই তাদের অভিজ্ঞান
সৃষ্টি আদম প্রভাত হতে সিক্ত ঐ শাপ দিয়ে
কলুষিত করছে ধরা পাপ আর মনস্তাপ দিয়ে
ভণ্ড ওরা ষণ্ডজাতি পণ্ড হবে তাদের শ্রম
ব্যাঘ্ররা ঐ জাগবে - কেটে যাবে তাদের ভ্রম
কুসীদজীবি,নরপশু, উল্লুক আর খেঁকশিয়াল
কুক্ষিগত করছে সদা যতসব রাঘব-বোয়াল
গৃধ্র এরা লুব্ধ সদা, এরাই আবার নপুংসক
মক্ষী এরা বক্ষে সদা কিলবিলায় ঐ মিছে স্তোক
শরশয্যায় হাতরে ফিরে, তারাই নাকি বরিষ্ঠ
সর্প এরা বৃথাই শুধু দর্প করে, এরা ঐ লঘিষ্ঠ
শকুন এরা উকুনরূপে জন্মে এরা, কলুিষত চরিত্র
খাবলে খায় ঐ সোনার মাটি, প্রাণের ভূমি, পবিত্র
রক্ত দিয়ে সিক্ত করে, রিক্ত করে পুষ্পকলি
স্বার্থে তারা সবই পারে,অঞ্জলি বা জলাঞ্জলি ।
গণ্ডদের ঐ অণ্ড নেব, তোরা মোদের চক্ষুশূল
দ্রোহের বারুদ জ্বালব মোরা,আর ঐ অগ্নিত্রিশূল