জাগরে মুসলমান
উষার ঐ বুক চিরে সব জাগরে মুসলমান
বুঝে নাও তব সব শান শওকত সস্মান
ময়দানে বীর মোরা , অস্ত্র হাতে উচ্চ মোদের শির
মোদের শিরায় শিরায় লোহ গজনভীর।
মোরা তৈমুর, সাদি,সিরাজ,ফাতহের বংশধর
মোরা রচি নব্য কবিতা ধ্বংসে সবিতা, বিপুল মহীধর ।
মোদের তপ্ত হৃদয়ে দৃপ্ত কণ্ঠে জিহাদের ডঙ্কা বাজে
ইমানের কস্তরিতে উঠব মোরা গর্জে নতুন সাজে।
উন্নাসিক মোরা, রণকৌশলি ক্ষিপ্ত শার্দূল
মোদের হুঙ্কারে স্তম্ভিত ফিরে পায় ধরা, উষর মরুতে ফুটে ফুল ,
চিরদূর্জয় মোরা, নেই কোন জাত পাত - মোরা মুসলমান
মুক্ত স্বাধীন মোরা, একদিকে প্রতীচ্য অন্যথায় হিন্দুস্তান।
তোরা আজ পার্থিব লালসায় মত্ত,বেখবর
কেহবা অর্থলিপ্সু কেহবা পশ্চিমাদের চর।
হেরেমের ললনার ললনাতে আরব রাজ গেছে টলি
মোরা কৃষ্টি, সভ্যতা, আর ঐ শৌর্য গেছি ভুলি।
আর কতকাল রবি তন্দ্রার ঘোরে ওরে ঐ মুসলমান
এক ঝাণ্ডায় নিয়ে আস সিরিয়া, আরব, আফগান
ওরা আজ কূটচালে মত্ত নাশিতে মুহাম্মদের দ্বীন
ইয়াহুদের করতল হতে রক্ষা করো আকসা, ফিলিস্তিন।
নিদাঘের রুদ্র রবিতে মোরা চপলা চঞ্চল
কত জাতি গেল, কত সম্রাট হলো মোদের পৃষ্ঠতল।
বুলবুল মোরা চিত্তে মোদের প্রেম মহাপ্রজ্ঞার
সেই প্রেমিরই জোয়ার তুলিব সিনানে গায়রুল্লার।
জালিমের বূহ ভেদ করিয়ে আমরা বাজাব সত্য- সুন্দর বীণ
মোরা রক্ততেজি, তীব্রহ্রেষি সাচ্চা মুসলিমিন