আমাদের আখিঁদ্বয় মূলত আঁখি নয়
নিছক ভেলকি মাত্র ।
এগুলো দ্বারা অবলোকন করা যায় জগতের
বাহ্যিক সৌন্দর্য মাত্র।
আমি বলছিনা যে লোচনদ্বয়ের কোনো মূল্য নেই
--এগুলো অমূল্য সম্পদ নি:সন্দেহে
তবে যদি আপনার না থাকে তৃতীয় চক্ষু তবে
--আপনি অনেকটা চতুষ্পদ জন্তুের মতো
আপনি অবলোকন করবেন, অনুভব করতে
--পারবেননা।
আপনার দৃষ্টি তখনই পূর্ণতা হবে যখন সত্তা ও আখিঁদ্বয়ের মণিকাঞ্চন যোগ হবে।
সজাগ হবে পঞ্চেন্দ্রিয়।
অন্যথায় ---
সি-মোরগ আপনাকে ধরা দিবেনা কিংবা নিজেই
সি-মোরগ হতে পারবেননা।