বাজা ঢাক দ্রিমি দ্রিমি দ্রিম দ্রিম দ্রিম
বল বল বলরে
চল চল চলরে
নব নব সূর্যের,শুনি শুনি ডাক তূর্যের
আমাদের শৌর্যের
আমাদের বীর্যের
আধার ভেদিয়া, তিমির হনিয়া তোরা চল
চল চল জোরসে
উঠ তোরা গরজে
শুনি মোরা প্রতিধ্বনি, ঘুচে বালা আসমানি
পরতে পরতে
স্বর্গ ও মর্ত্যে
জনমনে উঠে রনি, নাচে মোর আকুল ধমনি
পলকে পলকে
ঝলকে ঝলকে
প্রাণে উঠে বুদ্ববুদ্ব, হাসে সেথা দিনমনি
যতসব ছোকরা
আর যত গোখরা
সর সর ভাই, কেটে কেটে করিব টুকরা।
রৌশন সিতারা
নওশন তাজারা
আসহাবে কাহফ মোরা, মোরা মরু সাহারা
যত সব সর্প
আর যত দর্প
ভেঙে যাবে আজ তবে,মোরা নব নব অর্ক
বাজা তোপ,তোপ, তোপধ্বনি দ্রুম দ্রুম দ্রুম
বিজয়ের গন্ধে
সমুধুর ছন্দে
আজ ডাকে ডাকে পায়রা কুম, কুম, কুম,কুম
যত অঞ্চল
হবে চঞ্চল
উজ্জ্বল, প্রোজ্জ্বল, জ্বলজ্বল,ঝলমল
মোরা হরদম
মোরা দুর্দম
মোরা পুষি ঐ  শৌর্যতা সমদরিয়ার
মম কুঞ্জে
তব গুঞ্জে
বাজে সুর -মধুসুর, দেখ চাহি একবার।
ভেদি হিমালয়
যত যমালয়
মোরা দুর্জেয়, শপথ ঐ আকাবার।