একটি কবিতা মানে কণ্ঠস্বরের উচ্চগ্রামের সাথে জড়িত কিছু বিমূর্ত ধারণা।
একটি কবিতা মানে মহাকালের উজ্জ্বল -প্রোজ্জ্বল
ভাসমান তারা।
কবিতা তো ঐ সত্যের আলোক দিশারী।
মাতমছন্দে রচিত অনলবর্ষী ভাষায় রচিত,
মিথ্যার দর্পহারী।
কবিতা তো মানে তোপের গোলার সামনে হাসতে
হাসতে মরণ কে বরণ করা।
কবিতা তো ঐ মসীর পথে অসি চালানো, যুগ যুগ ধরে রক্তনদী আর অথৈ পাথারে খাবি খাওয়া।
কবিতা তো মানে ইতিহাস
কবিতা আমাদের নিয়ে যায় মর্ত্য থেকে সুদূর মহাকাশ।
একটি কবিতা দেখে দেখায় চিত্তের গভীর অরণ্যে অবস্থিত অস্ফুট অনুভূতি।
কবিতা মানে হৃতকলমে আঁকা সুখ-দুঃখের দীপ্তমান ভানুমতি।
কবিতা হলো বিরহ-মিলনের সপ্তসর্গ।
কবিতা মানে অন্যায়ের মুখে অগ্নিত্রিশূল---বরণীয়দের নিমিত্তে প্রাণঢালা
অর্ঘ্য।