তিলকে ওরা তাল করে ভাই,
ঐ কইয়ের তেলে কই ভাজে।
হিংস্র ওরা, আম-জনতার রক্তচোষে,
চুরি করে সাউধ সাজে।
ভণ্ড ওরা, বদনজুড়ে
শিষ্টতারই ফুলঝুড়ি
রুক্ষ ওরা সূক্ষভাবে
করে পুকুরচুরি।
পুচ্ছ ওরা উচ্চে তুলে,
গায় যে ওরা সুখেরগান।
তলে তলে শিকর কেটে,
সাজে তারা ধর্মপ্রাণ।
শক্তের ঐ ভক্ত তারা
দুর্বলের ঐ দৃষ্টিভ্রম
তাদের আশিস নয়তো সবার
ধনীর তরে পান্নাসম।