সঙ্গদোষে লোহা ভাসে -----সবাই জানে।
মুদ্রাদোষে সবাই হাসে -----মন গহিনে
বাচাল শুধু প্যাঁচাল পেরে ক্যাঁচাল করে
নির্বোধেরা বলে শুধু --না ভেবে আগে পড়ে।
মাতাল শুধু পাতাল তলে প্রলাপ বকে
ধূর্তবাজ চাতুর্যের জাল বুনে কথার ফাঁকে
রক্তগরম অগ্নিশর্মা ছাড়ছে বুলি জোরে জোরে
ছিচকাঁদুনে রোদন করে তুচ্ছ কথার তুচ্ছ জেরে
ইচড়েপাঁকা কাঠি নাড়ে ওস্তাদের উপর দিয়ে
ভিজে বেড়াল মগ্ন সদা আপন আপন স্বার্থ নিয়ে।
ধনীরা ধন খুঁজে ভাই, ভিক্ষুকেরা ভিক্ষা করে
চাটুকার চাটু মারে, আয়াস খুঁজে চাপার জোড়ে
গোমড়ামুখী হোমরাচোমরা এরা যে পেত্নিমুখী
অহমিকায় মত্ত সদা, আপনা আপনি সর্বসুখী।
ধান্দাবাজ ঐ ধান্দা খুঁজে চৌর্যতার বেসাত করে
নেতারা বুলি ফুটায়, মুগ্ধ করে গলার জোরে।