কি লাভ বলো অন্যলোকের চুগলি খেলে
কি লাভ বলো কথার পরে কথার চালে
কি লাভ বলো ঐ দুষ্ট লোকের শিষ্ট বলে
কি লাভ বলো হৃদবীণে লোষ্ট্র সম কষ্ট দিলে
কি লাভ বলো কাউকে ফেলে রহস্যের ধূম্রজালে
কি লাভ বলো তিলকে ঐ তাল করে - ছলেবলে
কি লাভ বলো কুৎসা গেয়ে,রুষ্টতার চেরাগ জ্বেলে
কি লাভ বলো মত্ত হয়ে হীরকরাজের কমল বনে
কি লাভ বলো চৌর্য সেজে তূর্য বেজে সবার সনে
কি লাভ বলো তোমরা তন্বি দেহে বহ্নিজ্বেলে।
কি লাভ বলো চাতুর্যের জাল বুনে ধরার তলে