জীব দ্যুতি ছড়াতে চাই
যদিও নাই আমার যথেষ্ট পুঁজি
আমার না আছে কোনো লুসিফেরিন
বা লুসিফারেজ।
তবু,
অসভ্যতা আর কুসংস্কারে আঘাত করতে
চাই।
চাই বর্বরতা আর নিষ্ঠুরতার অবসান
ঘটাতে ।
চাই বিধাতার অমীয় সুধার পীযুষ
ছড়াতে।
স্তুতিগাথায় রসনার তৃপ্তি মেটাতে
চাই।
মিশকালো অন্ধকারে জ্যোতি হয়ে ফুটতে
চাই।
যেমতি সিন্ধুর তলদেশে দ্যুতি ছড়ায়
মীনসন্তানেরা।