বারকে খান!!
যাহার উত্থানে ভেঙে ছিল মোঙ্গল
ইলখানাত,
অনেক প্রতীক্ষার প্রহর গুণার পরে যেমন
আসে মধুচন্দ্রিমার রূপালি চাঁদ,
তেমনি বারকে এসেছিল নব
আশীর্বাদ রূপে।
তাহার পদচারণ ঘটল সুদূর মস্কো থেকে
কিয়েভ।
ইয়াজুজ-মাজুজের ভ্রান্ত ধারণা বিদায়
নিল।
প্রকাশ পেল তাহার মাহাত্ম্য,
আধার ভেদ করিয়া উদয় হলো,
নব নবীন সূর্য।
হৃদয়ের গভীরে ফুটে উঠল,
প্রশান্তির ছাপ।