তোরা,
       ওই  দৃপ্তস্বরে, ফুল্লহৃদে সত্য  বল
     আলোক মশাল ঊর্ধ্বে ধরে সামনে চল
                 চলরে চল!
গগনতলের,
নীল খিলানে ফুটাও প্রসূন বসাও হেথা খুশির বান
তিমির ভেদে ভূধর ছেদে স্বর্গসুখ আর রওশন আন
                 রওশন আন!
বারংবার,
   স্বপ্নজয়ের ঐ সোনার তীরটি ছোড়
সিন্ধু পরে ভূভাগ আসে নিশার পরে আসে ভোর
                  নয় সূদুর!
তোর,
  দৈন্যতা সব দীপের দীপায় দীপন কর
প্রেম দিয়ে তুই বিশ্বমাতার বক্ষকে  আপন কর
                নিতুই কর!

ঝঞ্ঝাবায় বিঘ্ন করে ফৌজ কেমন সামনে যায়
মহাকালের বক্ষচিরে এগিয়ে এবার যাক সবাই
                দৃপ্ত পায়!!

পাপের তরে যাসনে তোরা সগির কিবা হোক কাবির
বিধুর কঠিন বিধি হতে শোনরে তোরা নাই ফিকির
              নাই ফিকির!!
আজ
  পঙ্কিলতা ভস্ম করে সঞ্জীবতার জিন লাগাও
বিধুর বীণার শিরিন সুরে চিত্তখানি সেও রাঙাও
               ঘুম ভাঙাও!!