ভণ্ড,মাতাল,বেখেয়াল আর আমিই আবার প্রবঞ্চক
উদাসমনে বাতাস খাই, ভুলে গিয়ে তাহার স্তোক।
মৃত্তিকা আজ ক্ষুব্ধ হলো, পাহাড়সম আমার পাপ,
দয়াল প্রভু আশিস মেগো, ডরাই আমি তোমার শাপ
দেখছি যবে আমার সনে আসছে কোন বিপদ ঘোর
তাহার ডাকে দিচ্ছি সারা,এ কেমন এক মহাচোর।
ধ্যাত তেরি!বক্ষে মোর ঐ ঢুকলো জানি কাহার প্রেম
মত্ত আমি কিসের তরে ভুলে গিয়ে সেই সে হেম।
পিয়াল বনের শিয়াল আমি, আমি নাকি স্বার্থবাজ
ভস্ম হবে আমার কপাল আজকে যদি পড়ে বাজ।
বলছি শুধু আমিই ভালো আমিই সেরা আমিই রাজ
সে কিনা বললো হেসে এ কোন সে এক কল্পবাজ