শুন রে আমার অবুঝ মন একটা কথা কই
তোরে নিয়া দিবা নিশি পাগল আমি রই,
তুই ঠোকর নামেই ভাঙতে যে চাস
বল যাব আমি কই?
কোন দেশেতে তরে নিয়া দেব পাড়ী আমি?
তোর কোমল বাধন কেমনে বাঁচায়, শুধু জানে অন্তর্যামী।
তোরে বাঁচাতে যে মোর আঘাত গায়ে -
বল কেমনে আমি সই?
তোর ব্যাথার গাঙে সকাল দুপুর কে যে লাগায় ঢল!
এই কোমল সুতোয় কোমল বাধন কে বেধেছে বল?
আমি কোমল সাধন কেমনে সাধি
পাথর ভবের হই?
শুন রে শুন পাষাণ বিধাতা,
অন্তরে মোর ভীষণ ব্যথা,
আমার ফুলের রেনুর মনটারে
আমি কোন খাঁচাতে থুই?