আজি প্রভাতে,
একটি কুসুম-কাননে
ফুটেছে এক সুন্দর ফুল।
সে প্রতীক্ষায় আছে
কখন যে ভ্রমর আসে
তার প্রতীক্ষা কী ভুল?
তবে আমায় কেন করছ বারণ?
প্রতীক্ষা করিতে?
প্রতীক্ষাহীনা কেউ কি
বেঁচে আছে এ ধরাতে?
প্রতীক্ষাবিনা কোনো কিছু
লাভ হয় কি পৃথিবীতে?
রাত প্রতীক্ষা করে দিনের
দিন আছে প্রতীক্ষায় রাতের।
এই রাত এবং দিনের মাঝে
যাহা কিছু আছে-
সবই প্রতীক্ষার ফসল।
প্রতীক্ষাও তো একটা পরীক্ষা!
কেবলই প্রতীক্ষা!কেবলই প্রতীক্ষা!