খুক-খুক নাকি কাশির শব্দ
বইয়ে পড়েছি অনেক
আজ দেখছি খুক-খুক না হলেও
তেজটা আছে অনেক।
মনে হয় যেন,
কলিজাটুকু আসবে ছিড়ে বেরিয়ে-
চল আসি!আর ভাল্লাগেনা এই লোকের শরীরে!!
সর্দি!সেতো পানির কল
করেছে আমার নাক-কে;
ঝাড়তে ঝাড়তে সর্দি আর
অবসর দিতে পারিনা নাক-কে!
নাক সেতো এখন রাগে আগুন!
লাল হয়ে গেছে (নাকের) আগাটা;
ওই মিয়া!সদি হয়ছে ভালোকথা
ধইরা টানেন কে আমার আগাটা!!
জ্বরে শরীর যাচ্ছে পুড়ে
প্রলাপ বকছি শুয়ে শুয়ে।
কবিতাখানি কী প্রলাপ নয়?
বলে ফেলেন,আর কিসের ভয়?
আমিতো মাত্র রোগী!
এখন ভুক্ত-ভোগী!
রোগে আমার ভালোই হয়েছে
চোখ পাল্টে গেছে
(কেন জানি?)
আমার চোখে সবাই এখন
রোগে-শোকে ভুগছে!
কেউ ভুগছে টাকার জ্বরে!
কেউবা টাকাহীনা রোগে!
অফিস,আদালত,চাকরী-বাকরীতে
সবাই ভুগছে 'ঘুষ'এর রোগে!
কেউ ঘুষ দাতা
আবার কেউবা গ্রহীতা!
এখন আমার চোখে
সবাই ভুগছে হাজার রোগে!
আবেগে অনেক কবিতা লিখেছি
প্রেমের আবেগে,ঘৃনার আবেগে
কবিতা শুনাতে গেলেই আমার
কিছু বন্ধুও(!) গেছে বেগে!!
ভুক্তভোগী জ্বরের রোগী
প্রলাপ কবিতাখানি লেখে
বলছি ওরে,লিখেছি এই কবিতা
জ্বর-সর্দি-কাশির আবেগে!
যতই মনে হয় প্রলাপ
একটু দেখো খোঁজে
পেয়ে যাবে কিছু সত্য
সুস্থ হতে পারবে,বুঝে!!
[কবি-বন্ধুগন,পবিত্র ঈদের পরদিন থেকেই আমার জ্বর,সর্দি,কাশি লেগেই আছে।কবিতা পড়ে তো বুঝতেই পারছেন।আমার জন্য দোআ করবেন।]