ভাবিনি আর দেখা পাব তোমার
অসহ্য যন্ত্রনা এই হৃদয়ে আমার,
তোমার স্মৃতিগুলো কাঁদায় আমায়
একদিন হয়েছিনু আমি তোমার।
প্রথম যেদিন দেখেছিনু তোমায়
সে বৃষ্টিভেজা সন্ধায়
দুজন ছিলাম একা
কিন্তু,পার করেছিলাম সময় মৌনতায়।
ছিল একফোঁটা হাসি
আর বারেক চোখাচোখি
ছিল হঠাত্ হৃদয়ে ওঠা ঝড়
দুজনে ভালবাসার বৃষ্টিতে মাখামাখি।
তারপর হয়েছিনু আমি তোমার
অধরে তোমার একেছিলাম চুমু
বলেছিলাম,ভালবাসি তোমায়
ভালবাসা দেবে কি আমায়?
হঠাত্ চুম্বনে তুমি হতবিহ্বল
হয়তো রেগেছিলে একটু
হয়তো বুঝেছিলে মোর হৃদয়ের আকুলতা
তাই বলেছিলে,ভালবাসি আমিও।
বিদায় ক্ষণে বলেছিলে হেসে
আবার দেখা হবে কবে?
দিয়েছিলাম সময় ডেটিংয়ের
রমনা পার্কে এসে ভেবে।
বলেছিলে,ভাবতে হবেনা আমার
আমি সত্যিই ভালবাসি তোমায়,
তোমার ঠোঁটেরও বাঁশি
হতে আমি চাই।
একদিন হতে চেয়েছিলে বাঁশি
হতে পারোনি আর
সত্যিটা যদি জানতে
দোষ ছিল নাকো আমার।
সেদিন আসার পথে
করেছিলাম বাইক এক্সিডেন্ট
তারপর তিন মাস
সঙ্গী হাসপাতালের বেড।
অনেক খুঁজেছি তোমায়
ঘুরেছি কত অলিগলি
তারপর কল্পনায় বানিয়েছি তোমায়
শোন সে কথা বলি।
হতে চেয়েছিলে
আমার ঠোঁটেরও বাঁশি
হতে পারোনি আর।
কিন্তু আমি কল্পনায়
হয়েছি তোমারি
আমি রাজকুমার
তুমি রাজকুমারী।
হয়েছিনু তোমার হাতের কলম
তুমি বারে বারে মুখে দিতে আমায়
দিতে ভালবাসার চুম্বন
কামড় বসাতে হালকা ভালবাসায়।
আরও হয়েছিনু
তোমার হাতের কাঁকন
হয়েছিনু তোমার খাওয়ার বসন।
জড়িয়েছিনু তোমায় হয়ে
বস্ত্র কিংবা বসন।
তো এখন-
কেমন আছ?
ভাল নিশ্চয়?
হুম আমাকে ছাড়া
তোমার ভালথাকার কথা না।
এখনও কি হতে চাও
আমার ঠোঁটেরও বাঁশি?
একি আমার মুখ ধরে টানছে কেন?
আরে!লোকজন আছে তো এখানে!
তারপর. . . . .
সারাজীবন হয়ে যাব
আমি তোমার।