ভালোবাসা এমন এক অনুভূতি,
               যা মুহূর্তেই জন্মাতে পারে,
ভালোবাসা - এমন এক অনুভূতি,
               যা সকল যুক্তির 'পরে।
ভালোবাসা - হৃদয়ে স্পন্দন ঘটাতে পারে।

ভালোবাসা, আঁধার ঘরে আলো জ্বালতে পারে;
ভালোবাসা পারে, প্রাণের সঞ্চার ঘটাতে;
ভালোবাসাই পারে, যোজন যোজন দূরত্ব ঘোচাতে।
ভালোবাসা পারে, ভিন্নকে অভিন্ন করতে।

ভালোবাসাই পারে,
        সাদা-কালো, ধনী-গরীব,
        সব বিভেদ আর বৈষম্য দূর করতে।

ভালোবাসা পারে,
     হৃদয় সমুদ্রে আনন্দের জোয়ার ঘটাতে,
ভালোবাসা পারে,
     হৃদয়-মনকে বিষাদ শান্ত করে তুলতে।

ভালোবাসা, হাসি-আনন্দ-সুখ;
ভালোবাসা, বিরহ-যন্ত্রণা-দুখ।

তাই তো, পৃথিবীর কোন প্রান্তে ভালোবাসা যখন,
      পরিণয়-প্রণয় আর বিনিময়ের ছকে বাঁধা;
তখনই, আর কোথাও ভালোবাসা রয়েছে,
       সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে।

আর তাই,
      ভালোবাসার মহত্ত্ব শুধু, ভালোবাসাতেই।



    ভালোবাসা
        - মায়মূনা আফরা  ( ১৫ ফেব্রুয়ারি, ২০২১)


( ভালোবাসার সর্বজনীনতা অসীম। এটি যেমন হতে পারে মা-বাবা, পরিবার, প্রিয়জনের প্রতি, তেমনি হতে পারে প্রকৃতির পবিত্র কোন সৃষ্টির প্রতি। সকল ভালোবাসার তরে এ কবিতাটি... )