গহীন গগনে
বারিশ লগনে,
মত্ত ঢেউয়ের তালে,
আপন খেয়ালে,
মেঘের মিতালী
জুড়েছে হেঁয়ালি,
থেকে থেকে গর্জন;
প্রবল বরষে,
বিষাদ হর্ষে,
ছুটিয়ে হাওয়ার পাল,
নেমেছে আকাশে কাল;
এলোকেশে গাছ,
আজ, করেছে কি আঁচ ?
সে ঝড় লুকায়ে নির্জন।।।



               সে ঝড় লুকায়ে
                 - মায়মূনা আফরা
                        (২৯.৫.২৪)