এই বৃষ্টি, এই রোদ্দুর,
এই ভাবেই যাবে কদ্দুর?
এ জীবন সাত সমুদ্দুর,
যাতে চলা শুরু আজ।
এই রোদ কাঠ ফাটা,
চারিদিকে শুধু ঠা-ঠা,
জোয়ার কখনো ভাটা।
তাই আর নয় কোন ক্লান্তি,
আর নয় পরিশ্রান্তি,
চলো বেরিয়ে পড়ি আজই,
নয় আর কোন কপালের কঠিন ভাঁজ,
জীবন যুদ্ধে জয়ী হবোই, এই-ই আমাদের কাজ।
এই বৃষ্টি, এই রোদ্দুর
- মায়মূনা আফরা ( ২০১৮ )