বেসেছি ভালো সত্যি,
নেই অবশেষ রত্তি,
খুঁজে ফিরেছি আপন সুখ,
যা এখন ফিরেছে আপন আলয়।

সুখে আছি বেশ, নিজেরই মতন,
স্মৃতি সব মণিকোঠায় করেছি যতন,
উড়িয়েছি আজ সবই,
ফিরুক তারা আপন ঠিকানায়।

ভালো থেকো আজীবনই, এই নিবেদন,
আমি আজ মুক্ত, বিহঙ্গ, নেই তো প্রয়োজন,
আছে দায় বহু তাই, ধরেছি এ পথ,
জীবন সারথি ডাকছে আমায়, সাজানো আছে রথ।

নেই অভিযোগ, মিছে অনুযোগ,
ভালো আছি এই, ভালো থাকবো,
অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব স্মৃতি আগলে রাখবো।

ও হে প্রকৃতি, তোমাতেই খুঁজেছি সব, পেয়েছি আমায়,
আজি এ ঘোর বর্ষণে ক্ষণে ক্ষণে খুব, সবই যে ভাবায়।।।



           বেসেছি ভালো সত্যি
                   - মায়মূনা আফরা ( ৯.৬.২৩ )