ধূসর তাঁবু উড়েই গেছে
গত রাতের ঝড়ে,
জমাট পানি-য় "ঘুমন্ত শিশু" জানায় -
কী ঘটে গেছে গাজার প্রান্তরে।
বুকে যত্নে জড়ানো শিশু,
মা ঘুমিয়ে ধ্বংসস্তূপে;
কোন ভাইয়ের আর্তনাদ-প্রিয় ভাইয়ের বিদায়,
বাঁচার আকুতিতে, অসহায় রূপে।
আহত, যন্ত্রণা কাতর কিংবা ফরমান কাঁধে মৃত্যুর,
মানুষের ঢল হাসপাতালে,
জানে, তবুও - এ যে আরেক গোরস্থান!
মানবতা তুমি হাসালে!
পীড়িত, তবুও একটি "ঈদের" আশায়,
চোখ বুজে দুঃস্বপ্নের রাতে -
পরাধীনতার আঁধার যাবে কেটে,
মুক্তির উদ্ভাসিত আলোয়, প্রভাতে;
বলবে - স্নিগ্ধ ভোরে ঘুম ভাঙালো,
মৃদু হাওয়ার আলিঙ্গন,
মিষ্টি রোদও জানান দিলো,
আজ "ঈদের" আগমন।।।
ফিলিস্তিনের "ঈদ"
- মায়মূনা আফরা
(১৯. ৩.২৪)
[ ফিলিস্তিনিদের মহান স্বাধীনতা কামনায়... ]