আমি আবার আসবো ফিরে,
এই স্কুল প্রাঙ্গণের ভিড়ে,
হয়তো ছাত্রী (হিসেবে) নয়,
যেখানে শিশুরা কলরবে মেতে রয়।
যেখানে সখীরা হাতে হাত রেখে,
রঙিন স্বপ্ন দেখে;
যেখানে সকল দুরন্ত কিশোরী
সাফল্যের চূড়ায় চড়তে শেখে।
যেখানে পরনে সবুজ-সাদা-নীল-লাল,
মেলায় সুখের তাল।
যেখানে পুরনো গাছ,
দালানকোঠা ও কাঁচ,
আছে, ঠাঁই দাঁড়িয়ে আছে,
যেমন আমার মনের মাঝে,
প্রিয় স্কুল থাকবে চিরকাল।
তাই, স্মৃতি হাঁতড়ে,
সাত সমুদ্র সাঁতরে,
আমি আবার, আবার আসবো ফিরে,
এই স্কুল প্রাঙ্গণেরই ভিড়ে।
" স্কুল প্রাঙ্গণে "
- মায়মূনা আফরা
(৬ জুলাই, ২০২০)
( প্রিয় কবি জীবনানন্দ দাশের " আবার আসিব ফিরে" কবিতার অনুপ্রেরণায়, ফেলে আসা শৈশব- কৈশোরের স্মৃতি জড়ানো প্রাণের বিদ্যাপীঠের স্মরণে...)
[ ক্লাস এইটে পড়াকালীন সময়ে প্রিয় কবি জীবনানন্দ দাশের কবিতা " আবার আসিব ফিরে" পড়ে খুবই ভালো লাগে। পরবর্তীতে সে কবিতারই অনুপ্রেরণা থেকে নিজের স্কুলের স্মৃতিচারণায় যখন কবিতাটি মাথায় আসে,আমার কবিতাটির কথার সাথেই মিল রেখে নাম দিয়েছিলাম "আবার আসবো ফিরে"। কিন্তু পরে শ্রদ্ধেয় কবি জীবনানন্দ দাশের লেখা অমর কবিতাটির প্রতি অশেষ শ্রদ্ধা রেখেই এবং বিভ্রান্তি এড়াতে আমি আমার লেখা কবিতাটির নাম পরিবর্তন করেই রাখলাম - "স্কুল প্রাঙ্গণে "। ধন্যবাদ। ]