বিজয় ডঙ্কা,
কাটিয়ে শঙ্কা,
থেকে থেকে বেজে ওঙ্কার,
বাতাসে হুংকার,
আজ সত্যের নব জাগরণ।
দলিত মথিত যত অন্যায়ের মহারথ;

মুক্ত করে যুবক,
দৃপ্ত পদে দাঁড়িয়ে,
বুলেট-পেলেটে ছিঁড়ে ফুঁড়ে যায় বুক,
তাজা রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে
হয় শোণিত রাজপথ।

সাইদ-ইয়ামিন-মুগ্ধ
কিবা অজ্ঞাতনামা পান্থ,
রেহাই পায়নি অবুঝ প্রাণও,
অত্যাচারী হয়নি তবু ক্ষান্ত।

তবে আছে 'হিম্মতে বাঙালি',
নেয়নি মেনে বুজে মুখ,
হোক না যতই মা তার কাঙালি,
হারায়নি দামাল সন্তানেদের যুগ।

নব কেতন উড়িয়ে
এনেছে তারা সূর্য আরবার,
জ্বেলেছে তব 'শিখা অভ্যুত্থান'
নতুন অপরাহ্নে, পুনর্জন্ম প্রাণপ্রিয় মাতৃকার।।।




            নতুন অপরাহ্নে
                - মায়মূনা আফরা
                       ১৭.৮.২৪




[ আমার পূর্বপুরুষের রক্তে অর্জিত দেশ, আমার সহপাঠীর রক্তে পুনর্জিত এ মুক্তি চিরঞ্জীব হোক। ]