আবার যদি দেখা হয়ে যায়
ফাগুনের কোন বসন্তে,
তপ্ত রোদে পিচ ঢালা রাস্তায়,
মরীচিকা নয়, গোধূলি বেলায়
সূর্য হয়ে দিগন্তে।
কিংবা যদি পথের ধারে
দাঁড়িয়ে থাকা সারে সারে,
বৃক্ষরাজি, তরু বনে;
অথবা নদীর পাড়ে,
কূল ঘেঁষে ছেড়ে যাওয়া স্টিমারে;
বা কোন এক ব্যস্ত লনে।
সেদিন ও কি চিনে নেবে,
অবাক হয়ে তাকিয়ে রবে,
কল্পনায় তব, জীবন ঢুলী?
নাকি চলতি পথের অচেনা মুখ,
আসে-যায়-হারায় কত
ভিড়ে, সড়ক - অলিগলি-য়?
যদি আবার
- মায়মূনা আফরা
(২১. ৪.২৪)