মিছে মুসকান
মলীন বদন,
শুকনো হাসি
লুকায় কাঁদন।
নয়নের কুঞ্চনে ছাপ-
চর্মে ছেদন,
সিক্ত হৃদয়,
ভগ্ন মিথ্যে কাহন।

ফুৎকারে উল্টোয় সব,
মিলায় পিছুটান।
মায়ার ধূম্রজাল,
শ্লেষ্মায় ঠুকে আপ্রাণ।
পিষ্ট মিছে শ্লাঘায়,
কঠিন খাদে মানস-মরণ।
কে পর-আপন ধোঁয়াশায়,
জটিল বাঁকে সমীকরণ।