হয়ে পথভ্রষ্ট,
করছি, সময় নষ্ট,
শুধুই হা-হুতাশ;
হয়েছি ভবঘুরে,
যার পথ জুড়ে,
নেমেছে অমানিশা একরাশ।
পথিমধ্যে অকস্মাৎ,
সূক্ষ্ম আলোকরশ্মি -
আশার ক্ষীণ প্রদীপ
জ্বেলে, আঁধার করে ভস্মি,
দেখায় সে হারানো পথ-
ওই যে গন্তব্য,
দেখা যায়, রাঙা প্রভাত।
আশার ক্ষীণ প্রদীপ
- মায়মূনা আফরা ( ২২.২.২০২৪ )