থাকুক না কিছু গুপ্ত
না ফলুক মানবে সুপ্ত ;
বেশি উপাদান লাগে না কো;
বিশ্বাসের ক্ষেতে শিখার ফুল ফোটাতে।
চিত্তভুমিতে চরণর্স্পশ পায় হাজারো পল্লবী
আর হয়তো মানবুদরতার গাছ ;
তাতে কি ?
সবাকার উৎপন্ন কেবল সয়েরয়ে গুণাগুণ ছড়াতে নয়
কিছুর আর্বিভার শুধু খবরে সুগন্ধি হতে।।