পেইন বাংলায় যেটা কষ্ট
লাগবে শুধু কয়েক মাইক্রো সেকেন্ড
স্মৃতি থেকে মুছে দিতে সুখ নামের শব্দ।
পেইন হল কষ্ট লাগবে কয়েক সেকেন্ড লাগবে শুধু কারণ সে মানুষের আত্মাকে হত্যা করতে ব্যস্ত।
পেইন কেবল একটা শব্দ যা শরীরকে অক্ষত রেখে অন্তরাত্মাকে পুড়াতে দক্ষ
পেইন একটা শব্দ যা বটুলিনাম আর মাইটোটক্সিন এর থেকে বিষাক্ত ,
নেয় না বেশি সময় দিবে তোমাকে বিষ হজমের শক্তি , তোমার আত্মাকে করে দিবে করোনা অপেক্ষা বিষাক্ত।
পেইন যাষ্ট একটা শব্দ নেই কোন দৈর্ঘ্য কোন প্রস্থ যার ভেতর সমুদ্র পরে থাকে কোন এক কোণে ধ্বনিত হয় না ঢেউয়ের কোন শব্দ।
পেইন একটা হাফ ইঞ্চি এর শব্দ যা হীরে অপেক্ষা শক্ত।
পেইন একটা শব্দ যার তাপ এত বেশি যে আগুন কেও পুড়িয়ে দিতে সক্ষম।
পেইন একটা শব্দ যা দেহ কে স্পর্শ না করে মনুষ্যত্ব আর বিবেক কে পুড়িয়ে মানুষকে হীরা অপেক্ষা ব্যয়বহুল অলংকার এ পরিণত করতে সক্ষম ।
পেইন হলো বিপদজনক ভাঙা গড়ায় থাকে মত্ত
দরকার পরে না লাইসেন্স এর
মানুষকে করতে জব্দ।
পেইন ওটাই যা মানুষেরদেহের প্রতিটি রক্তবিন্দু কে পরিণত করতে এক একটি রক্তাক্তবোমা।
পেইন ওটাই যেটা মুহূর্তেই কলিজা কে ফুটো করে পরিণত করে আগ্নেয়গিরির লাভায়।।
কষ্ট দিয়োনা কষ্ট নিয়ে খেলোনা। আগুনে পুড়লে শরীরে বিনষ্ট হয় আর কষ্টে পুড়লো আত্মা নষ্ট হয় জীবিত থাকে শরীরে মনে নয়।