পৃথিবীটা একটা গল্পের মতো
যেখানে পরিচিত মানুষের সাথে দেখা ,
শুরু করা যায় অচেনা বন্ধুরপথে হাটা ;
আর গল্পের ছবিটা যখনই আঁকা শুরু হয়েছে
সে ক্ষণে কথা শুরু হয়েছে ।
গল্পের পথে পাড়ি দেওয়া শুরু সেখান থেকেই
হয়তো বৈঠা কখনো ছিলো তোর হাতে বা আমার
এরকমই স্মৃতির আনাগোনা করে কখনো বলতে গিয়ে বা লিখতে ।
আসলে কবিতা , গল্প বা লেখা লিখতে সব সময় ছন্দের প্রয়োজন পরে না
পরে অর্থের বা অনুভূতির ;
ঠিক তেমনি স্মৃতির বৈঠা আলগে রাখতে গল্পের লোক গুলোকে প্রয়োজন জায়গা নয় ।
গল্পের চরিত্রগুলো ঠিক থাকলেই হলো তাহলে গল্প যখনই লেখা হবে না কেন সেটা পুরোনোই থাকবে ।
” গল্পের স্মৃতি বিচ্যুতি হয়ে সারাংশে পরিণত হবে না” 🥰😍