শিহরিত আমি কম্পিত রক্তবিন্দু সাক্ষ্য
দেয় উপবিধি এর পাদপদ্মে নিয়মকানুন
ব্রান্ডের  অদ্ভূত রং এর
শেকলে জড়ানো দেখে ;
সশরীরে মানুষ নামক আইডেনটিটি আছে
ভাবলে নিজেকেই নিজে দেখতে লজ্জা লাগে ,
উপহাস লাগে মানুষ ভাবতে  !
কেন লাগে?
খবর পড়ে নিজেকে মানুষ  বলে নয়!
যখন দেখি মানুষ জাতি প্রকৃতপক্ষে গাজা সিগারেটে নয় বরং
বিবেকহীন আর মনুষ্যহীনতা এর নেশাখোর ।
এ নেশা মৃত্যপথগামী ভাইরাস থেকেও বিষাক্ত।
সত্যি বলতে অলিতে গলিতে আজ মৃত্যু নেশা নয়
বিবেকহীন ও মনুষত্বের হত্যা চলছে;
এখন মনের ভেতর প্রশ্ন জাগে তাই না
        “আমাদের শরীর বোধহয় এখনও  ফিজিক্যালি ভেরিফাইড নয় তার
       কেন্দ্রে বিবেবকে ধারণ করার মতো ;”
কি ঠিক বলেছি না ?
নিজেকে বিবেকের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে
স্বয়ং বিচার করুণ !
দেখুন কি আসে ফলাফল.....?
                    -----------  (বাক্যাস্ত্রধারী এক নির্বাক মহারথী)