সকালে ঘুম না ভাঙ্গলে মা-বাবা ডাকে ,
আর ক্লাস থাকলে মোবাইলের অ্যালার্ম ডাকে ,
ক্লাসে কোন টপিক যদি ভুলে যাই ওইটা জানতেই স্যারেরা ডাকে ।
টপার , ভালো ছাত্র হলে ক্ষণিকের বন্ধু ডাকে।
ইঞ্জিনেয়ার হলে অফিসে ডাকে ,
প্রবলেম সলভার হলে বাসা বাড়িতে বা বন্ধুরা অথবা মিটিয়ে ডাকে।
সফল হলে স্টেজে ডাকে ।
ভদ্রব্যর্থ হলে বিদ্রুপ করা মানুষেরা জ্ঞান দিতে ডাকে।
রাস্তা দিয়ে হাটলে পথচারীরা ডাকে ,
অপরিচিত লোকের বাসায় গেলে পোষা কুকুর ডাকে
গাছে আবডালে ,বারান্দায় কোকিল দোয়েল পাখি এসে ডাকে
থাইগ্লাস দেখলে ঠোকোর দেওয়া পাখি ঠোঁট দিয়ে ঠকঠক শব্দ করে ডাকে
দেখতে হ্যান্ডসাম সুন্দর হলে সবাই নয় কিছু সংখ্যক ডাকে কিন্তু কারা বলবোনা বুঝে নেন !
বুদ্ধিমান জিনিয়াস হলে লিডারশীপ ভবিষ্যৎ প্রজন্ম তাকে ডাকে ,
ব্যক্তিত্ব ও কথার ধরণ সম্মান শ্রদ্ধা প্রদর্শন প্রদান দেখে নারীরা ডাকে তবে সংখ্যক সবাই নয়।
টাকা পয়সা হলে সমাজ তাকে ডাকে ।
বিসিএস ক্যাডার হলে সবাই তাকে জামাই বানাতে চেয়ে ডাকে ।
ছাতা ছাড়া রাস্তায় বেড়োলে মেঘে ডাকে ,
রাস্তায় বেশি হাটার কাজ থাকলে রোদ ডাকে না তবে মাথা গরম করার জন্য উপরে চলে আসে ।
দেশের ভেতরে কোনো পোষ্টে কাজ করে শুনলে চাকরী বলে ডাকে,
বিদেশী কোম্পানিতে কাজ করে শুনলে জব বলে ডাকে ।
পশুপাখিরা শুধু তাদের মালিককে খুঁজে পেলেই ভালোবেসে ডাকে ।
লোকজন তোহ স্ট্যাটাস পদ উচু নিচু অর্থ বিত্ত ক্ষমতা দেখে সম্মোধন করে ডাকে ।
নীরব মানুষেরা কারো উপেক্ষা অবহেলা অপমানের উত্তর মুখে না দিয়ে সফলতা দিয়ে ডাকে।
তাই নীরব আর পরিশ্রমী মানুষকে সবাই সাইলেন্ট কিলার হিসেবে ডাকে।