চল, একাকীত্ব, হাওয়ায় মিলিয়ে যাই,
নিঃশব্দ রাতের আঁধারের মাঝে আরো আঁধার হয়ে,
শহরের ল্যাম্পপোস্টগুলোকে সাক্ষী করে।
আর হাত বাড়িয়ে থাকবে না কারো দীর্ঘশ্বাস,
এখানে গল্পে গল্পে গভীর হবে নিঃশ্বাস।
ঘড়ির কাঁটার সমানুপাতে বাড়বেনা আর কান্না,
নাগরিক জীবনে আর চলবেনা
ভালো থাকার অভিনয় আর বাহানা।
চল, একাকিত্ব, মেঘের দলে মিশে যাই,
বিনিময়ে লক্ষ লক্ষ প্রাণ আবার জেগে উঠুক
নতুন সূর্যোদয়ের মত,
আত্মার ক্রমাগত মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে।
ভালো থাকার মিছে অভিনয় এবার থেকে হোক সত্য,
চল, আমার সাথে চল, একাকিত্ব।