অবেলার অন্ধকারে ঝড়ের পূর্বাভাসে
দাঁড়িয়ে আছি একা আমি।
পাশে তোমারও থাকার কথা ছিল
নিয়ে কিছু পাগলামি।
কিন্ত যখন আমি "তোমাকে ভালোবাসি" নামক
একটা সমীকরণে আবদ্ধ ছিলাম,
তুমি ব্যস্ত ছিলে সাইন, কস, E=mc2, A= L+P
আর আরো নানা সমীকরণের জটিল হিসেবে।
ফলাফল যাই হোক,
তা ছিল আমার প্রতিকূলে,
আর তাই আজ আমি ঝড়ের প্রতিকূলে দাঁড়িয়ে,
একা।
আর তুমি কফির মগ হাতে নিয়ে ব্যালকনিতে বসে,
চোখ রাখা অদ্ভুতুড়ে সুন্দর সেই কালো মেঘের দিকে।
কালো রঙ আজ তোমার কাছে অদ্ভুত সুন্দর,
আর আমার কাছে,
আমার কাছে সে এক নির্মম বাস্তবতা।
ঝড়ের আগে মেঘ কালো,
পর্দা টানা ঘরে অন্ধকার কালো,
নির্মমতার অস্তিত্বের রঙও নিকষ কালো।
প্রতিনিয়ত যুদ্ধ করি ভালো থাকার,
নিয়তি হয়তো এটাই লেখা ছিল আমার।
ক্লান্ত আমি, নিঃস্ব আমি, তবু থামতে চাই না,
ভালো ছিলে, ভালো আছ, ভালো থেকো, ব্যালেরিনা।