তুই নেই তবু চলছে সবই জীবনের নিয়মে,
শুধু কিছু প্রাপ্তি তোলা আছে সময়ের খামে।
আশেপাশে সবকিছু যায় আসে নিজস্ব গতিতে,
ঠিকভুল হিসেব হয় না শুধু লাভ আর ক্ষতিতে।
আছি আমি আগের মতই শুধু একটু এলোমেলো,
স্বপ্নেরা খুব সাধারণ তবে এক চিমটি অগোছালো।
কত ঝড় আসে ছোট বড় কিন্তু সহজে থামে না,
আকাশে কালো মেঘ জমে তবু বৃষ্টি নামে না।
নদীতে কূল ভাঙে নিয়মিত, শুধু গড়ে উঠে না,
তেপান্তরের প্রান্তরে বসে থাকা মন ছোটে না।
তুই নেই বলে শহরটা আজ লাগে ভীষণ ফাঁকা,
নিয়ন আলোর শহুরে জীবন সাদাকালোয় আঁকা।
আমার আমি ঠিকই আছি, নেই যে তোর আমি,
চেনা পথগুলো পিছে ফেলে অচেনা পথে নামি।
তুই নেই তাই বলে আমার রাত নির্ঘুম কাটে না,
ঘুমপরী শুধু ঘুম দিয়ে যায়, দুচোখে স্বপ্ন বাটে না।