একটি ছেলে কেমন যেন ছিল,
কিসের ছোয়ায় সেই ছেলেটি হল এলোমেলো?
একটি মেয়েও একটু কেমন ছিল,
কিসের ছোঁয়ায় সেই মেয়েটি স্বপ্ন ফিরে পেল?
ছেলেটি ছিল হয়তো কোন কবি,
কাগজের গায়ে কলমের খোঁচায় আঁকত জীবন ছবি।
মেয়েটি ছিল বড্ড রকম লাজুক,
চাইত যে সে জীবন বীণায় কারো ঝংকার বাজুক।
কেমন করে দুজন কাছে এল,
তাল হারাতে গিয়েও তারা তালটা খুঁজে পেল।
হাতটা ধরে হাঁটতে গেল পথে,
আবার কি যেন ওলটপালট হল তাদের সাথে।
তবু ছাড়েনি দুজন দুজনের হাত,
পাশপাশি থেকে পার হল তারা কত আঁধার রাত।
দুজন দুজনকে বড্ড ভালোবাসে,
সারাটি জীবন ভালোবেসে থাকতে চায় পাশে।