প্রতিদিন রাস্তায় হাটতে হাটতে সোডিয়াম আলোয়,
ভাবি আর কতকাল কাটাতে হবে নিকষ কালোয়।
ল্যাম্পপোস্ট সঙ্গী কতবার হবে আর রাতে ঘুরবার,
এবার নাহয় অল্প আলোয় চেষ্টা করি বেরোবার।
ধুলোজমা বেঞ্চটায় হঠাৎই চোখ যায়
থেমে যাই আমি রাস্তায়,
মাঝরাতে হাটাপথে ভাবনার সাথে সাথে
চা জুটে যায় সস্তায়।
আমি একা মাঝরাতে হেটে চলি ঘুরপথে,
চক্কর দেই শুধু বারবার।
ওইদিকে রাতপরী ব্যস্ততায় তড়িঘড়ি,
সময় নেই তার থামবার।
নাগরিক চরকায় হঠাৎই চোখ যায়,
আমি খুঁজি সেই চেনা মুখ,
সুর তুলি বেহালায় তাল কাটে অযথাই
অনুভবে তাকে দেখার সুখ।
একা একা অদ্ভুত পড়ে থাকা চিরকুট,
তুলে নিই কৌতুহলে,
অমনি এল হাওয়া ছন্দের আসা যাওয়া
আমাকে ঘিরে ফেলে।
চিরকুট খুলে যেই পড়া শুরু করতেই
থেমে যাই আনমনে,
বালিকা লিখেছে এক বালকের কাছে
প্রিয়তম সম্ভাষণে।
চিরকুট ফেলে দিয়ে সামনে যাই এগিয়ে
নিরুদ্দেশের উদ্দেশ্যে ফের,
ল্যাম্পপোস্ট শুধু সাথী, হারালেও নেই ক্ষতি
বেচে থাকার অনুভূতিই ঢের।