অভিধান খুলে দেখি কোনো শব্দ নেই
কোনো কালি,
আমার কবিতার মতন সাদা পাতা শুধু।
কবিতারা বন্যা নামে সমুদ্রের বাঁধ ভাঙা স্বাধীনতা
প্রেমিকার জন্য সদ্য ফোটা ফুল,
গোলাপ গাছের আর্তনাদ।
ফিলিস্তিনে গৃহহারা শিশু।
কবিতার বই খুলে দেখি
কবির রক্তক্ষরণ, কোনো শব্দ নেই
বর্ণ নেই।
কল্পনার স্বর্গ থেকে ফিরে
শব্দের পায়ের কাছে নতজানু,
কলমের আর্তনাদ।
অভিধান খুলে দেখি গাদা গাদা সাদা পাতা
আফগানিস্তানের গণতন্ত্র
কাঁটাতারের সীমান্তে ফুল ছেঁড়ার বিচার,
একটি শব্দ নেই তাতে।