বিবর্ণ হৃদয়ের সীমাম্তহীন ,
কোনো আশ্রয় নেই প্রশয় নেই
বিন্দু মাত্র ঠাই নেই কোনো
কাঙ্খিত আত্মার আবাসনে l
ভোরের শিশির মতন ,
সারারাত ঘোলাটে আয়োজন
মৃতিকার চুম্মন , যেন সবুজ ছুঁতে চাই l
এরপর সূর্যের আগমন ,
ক্রমনয় সব বিলুপ্ত হয়ে যাই সূর্যের তাপদহে ।
হ্নৎপিণ্ডের খোলস চিড়ে , বাসনার অন্তঃপুরে ।
বার বার প্রিয়তার পরশ পেতে চাই
শুধু অদৃ্শ্য সুখের সমাধি পড়ে রয়,বাস্তবতার জীবন্ত অঙ্কনে l