তুমি আমার , হৃৎগারে সাজিয়ে রাখা মুখস্ত পুস্তক ,
তুমি আমার , অদৃশ্য অনুভূতির আত্মার রক্ষক ।
তুমি আমার , আলোক বর্ষায় সুভাষিত হওয়া ,
তুমি আমার , নিকষ অন্ধকারে অসমাপ্ত পাওয়া না পাওয়া ।
তুমি আমার , উল্লাসের মিছিলে সুখের আনাগোনা ,
তুমি আমার , শীতের শেষে বসন্তের পরোয়ানা ।
তুমি আমার , ছিড়ে আনা তাল পাতার ওই বিশুদ্ধ সুর ,
তুমি আমার , তরুণ খেয়ালে থেকে যাও ভর-পুর ।
তুমি আমার , অলস দুপুরে হৃৎপিণ্ডের ভেসে আসা প্রয়ত গান ,
তুমি আমার , সংগ্রামী অভিমান দমাতে এক টুকরো অলিখিত সংবিধান ।