অর্থ ছাড়া জীবন অর্থহীন
স্বপ্ন আছে তার সাধ নেই
আধার আছে আলোর পাত নেই
সুখি আছে তার কাছে সুখ নেই
প্রিয়া আছে তার কাছে প্রেম নেই ।
অর্থ ছাড়া জীবন অর্থহীন ,
বন্ধু আছে তাদের কোনো খোজ নেই
আত্তীয় আছে তাদের কাছে মমতা নেই
পরিবার আছে তাদের কাছে দাম নেই
প্রতিবেশী আছে তাদের দারে পথ নেই ।
অর্থ ছাড়া জীবন অর্থহীন
যৌবন আছে তার কোনো ক্ষিদা নেই
আবেগ আছে তার কোনো ভাত নেই
ঋণ আছে তার কোনো শোধ নেই
আসর আছে তার কোনো বাসর নেই ।
অর্থ ছাড়া জীবন অর্থহীন
ভাটা আছে জোয়ার নেই
আগুন আছে ফাগুন নেই
গাছ আছে ফল নেই
সবুজ আসছে নীল নেই ।
অর্থ ছাড়া জীবন অর্থহীন
কল্পনা আছে তার মাঝে আল্পনা নেই
সুর আছে তার মাঝে ছন্দ নেই
ফুল আছে তার মাঝে গন্ধ নেই
কথা আছে তার মাঝে বেথা নেই ।
অর্থ ছাড়া জীবন অর্থহীন
স্বাধ আছে তার সামথ্য নেই
প্রদীপ আছে আলো নেই
কূল আছে কিনার নেই ।
যার কাছে অর্থ নাই তার জন্য
এই সম্রাজ্যে কোনো কিছুই বরাদ্ধ নেই ।