তুমি দীর্ঘস্থায় হও, তুমি দীর্ঘজীবী হও
আজীবন বেচে থাকো এই মর্ম জুড়ে।
তুমি সুভাষিত হও, তুমি সুরানগনা হও
বসন্তের পাখি গান করুক তোমার বসত জুড়ে।
তুমি চিত্র হও, তুমি বৃত্ত হও
বিন্দু হও এই হৃদয়পুরের সিন্দুক জুড়ে ।
তুমি চন্দ্র হও , তুমি সূর্য হও
সারাক্ষণ ছড়িয়ে থাকো এই আকাশ জুড়ে ।
তুমি উচ্চ হও, তুমি উত্জাবিত হও
পলকে পলকে সলোক থাকুক তোমার স্বপ্ন জুড়ে ।
তুমি প্রকাশিত হও, তুমি বিকশিত হও
প্রানের শেষপথ পযন্ত থাকবে প্রাথনা জুড়ে ।