একটু ভালোবাসলে কি দেউলিয়া যাবি,
একটা বার ভেবে দেখ , মরণের পর কথায় হবি ।
তোর উচ্চশিক্ষার এতই ভার
ভুলে যাস ,কোথায় তোর স্বজনদের দার ,
মরণের পর , তোর লাশের খাটিয়া
কাধে বেধে যারা নিবে হাটিয়া
সেই মানুষ গুলার সাথে করিস শিক্ষার অহংকার !
সুন্দর বলে ,সুন্দরী চাই
সুন্দরী মে রাই একটু অহংকারী হয় ,
তাহলে জন্মগত কালো মানুষরা
তারা কি আর বিধাতার নয় !
তোর টাকার বান্ডিল গুলি এতটাই ধার,
গরীব, দুখী অসহায় মানুষ গুলোর সাথে
করিস যাস চরালের মতন ব্যবহার ।
ভুলে যাস না ,
ওই তকবগে যুবক, যুবরাজের কাছে নেই
মৃতু্কে জয় করার হাতিয়ার ।